বেঙ্গালুরুর প্রাক্তন ফুটবলারকে সই করাল মোহনবাগান

কলকাতা, ১৯ ডিসেম্বরঃ চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান। কিছুটা হাল সোধরাতে আজ দিয়েগো ফেরেইরার পরিবর্তকে সই করাল মোহনবাগান। আজই সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে সই করলেন বেঙ্গালুরুর প্রাক্তন ফুটবলার ওয়াটসন ক্যামেরন। এই মুহুর্তে অস্ট্রেলিয়া র‍য়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার মাদুরা ইউনাইটেড এফসিতে শেষ খেলেছেন ওয়াটসন। ভারতীয় ফুটবলে তিনি পরিচিত নাম, বেঙ্গালুরু এফসিতে খেলার সুবাদে। তাই তাঁকে সই করাল মোহনবাগান।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D1Y176

December 19, 2017 at 12:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top