মুম্বাই, ২১ ডিসেম্বর- ক্রিকেট বিশ্বে একের পর এক রেকর্ড। সেই সাথে সবচেয়ে দামি ক্রিকেট তারকার খেতাবটা আগেই পেয়েছেন। এবার ব্র্যান্ড ভ্যালুর হিসেবে বলিউড বাদশা শাহরুখ খানকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি। ২০১৪ সালে র্যাঙ্কিং শুরুর পরে এই প্রথম সিংহাসনচ্যুত হলেন শাহরুখ খান। কর্পোরেট পরামর্শদাতা ডাফ অ্যান্ড ফেলপসের রিপোর্ট কোহলির ব্র্যান্ড ভ্যালু এখন ১৪৩ মিলিয়ন ডলার। রাইস অফ দ্য মিলেনিয়ালস: ভারতের সবচেয়ে দামি সেলিব্রিটি ব্র্যান্ড শীর্ষক ২০১৭ সালের প্রতিবেদনে র্যাঙ্কিং-এ কোহলির পরেই রয়েছেন কিং খান (১০৬ মিলিয়ন ডলার)। তারপর দীপিকা পাড়ুকোন (৯৩ মিলিয়ন ডলার), অক্ষয় কুমার (৪৭ মিলিয়ন ডলার) ও রণবীর সিং (৪২ মিলিয়ন ডলার)। আরও পড়ুন:সেরা পাঁচ কিংবদন্তির তালিকায় ধোনি-কোহলি ডাফ অ্যান্ড ফেলপসের ম্যানেজিং ডিরেক্টর বরুণ গুপ্তা বলেন, যেদিন থেকে আমরা এই র্যাঙ্কিং দেওয়া শুরু করেছি, এই প্রথম শীর্ষ স্থান থেকে নেমে গেলেন শাহরুখ খান। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের গ্ল্যামারের কারণে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোহলিই এখন সবচেয়ে পছন্দের ব্র্যান্ড। কোহলির পাশাপাশি অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা বরুণ ধাওয়ান, ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধুর মতো তরুণ সেলিব্রিটিরাও র্যাঙ্কিং-এ উপরের দিকে উঠে এসেছেন। তাঁরা প্রথম ১৫ জনের তালিকায় ঢুকে পড়েছেন। সূত্র:গোনিউজ২৪ এমএ/০৮:১০/২১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DsyJix
December 22, 2017 at 02:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন