সুরমা টাইমস ডেস্ক::
বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশার মধ্যে চলাচলের সময় পরপর ১০টি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। ভোর ৬টা থেকে যান চলাচলে গতি ফিরতে শুরু করলে ঢাকাগামী লেনের একটি বাসের পেছনে অন্য একটি বাস ধাক্কা দেয়। এসময় এর পেছনে থাকা আরো ৮টি বাস একটি অন্যটিকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকটি বাসের সামনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে স্থবিরতা ছিল। ভোরের দিকে ঢাকাগামী লেনে পরপর বেশ কয়েকটি বাস পেছন থেকে একটি অন্যটিকে ধাক্কা দিলে ২৫ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর প্রথমে ঢাকামুখী লেইনে, পরে উভয় লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনায় পড়া বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2liWKRO
December 30, 2017 at 12:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন