কলকাতা, ১৩ ডিসেম্বর- আফরাজুল খুনের প্রসঙ্গ টেনে এনে এবার, দেশ জুড়ে ছড়িয়ে থাকা বাঙালি শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।পুরুলিয়ার কোটশিলার সভা থেকে মমতার বার্তা, রাজ্যে কাজের অভাব নেই। কেউ পশ্চিমবাংলায় ফিরে এলে সবরকম ভাবে পাশে দাঁড়াবে রাজ্য সরকার। রাজস্থানের ঘটনার সূত্র ধরেই বিজেপিকে ফের একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে কাজে গিয়ে বিপদে পড়ছেন অনেকে। অনেক সময় নৃশংস আক্রমণের শিকার হতে হচ্ছে। ঠিক যেমনটা ঘটেছে মালদহের মহম্মদ আফরাজুলের ক্ষেত্রে। এমন ভয়ঙ্কর ঘটনা বন্ধ করতে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। সারা দেশে ছড়িয়ে থাকা বাঙালি শ্রমিকদের ঘরে ফেরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আফরাজুল হত্যার পর থেকে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছে বিজেপি। মঙ্গলবার কোটশিলা থেকে তার মোক্ষম জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের সূত্র ধরেই গেরুয়াশিবিরকে নিশানা করেছেন তিনি। এদিন তাঁর টার্গেট ছিল পুরুলিয়া লাগোয়া বিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ড। একসময় পুরুলিয়ায় মাওবাদীদের জোরাল প্রভাব ছিল। রক্তপাত ছিল নিত্যদিনের ঘটনা। সেসময় বিজেপির ভূমিকা নিয়েও জোরাল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থাকা পুরুলিয়ায় এখন অনেক উন্নয়ন হয়েছে বলেও দাবি মমতার। সূত্র:নিউজ১৮ এমএ/০২:১০/১৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AQsa8O
December 13, 2017 at 08:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন