হবিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

নিজস্ব প্রতিনিধি:: মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে হবিগঞ্জের স্থানীয় এক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। আজ মঙ্গলবার (৫ই ডিসেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৫ কোটি টাকার এ মানহানির মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আবু সাঈদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩০শে নভেম্বর স্থানীয় পত্রিকা ‘বিজয়ের প্রতিধ্বনি’তে প্রকাশিত একটি সংবাদে দাবি করা হয়, লুৎফুর রহমানের বাবা ১৯৭১ সালে শান্তি-কমিটির সদস্য ছিলেন। একই সংবাদে যুবলীগকে টিআর-কাবিখা লীগ বলে অভিহিত করা হয়। তাই ওই পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান রতনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন লুৎফুর রহমান।

তিনি আরও জানান, আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন এবং এ মামলার শুনানির জন্য আগামী বছরের ২৪শে জানুয়ারি দিন ধার্য করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2io3H2b

December 05, 2017 at 11:56PM
06 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top