ক্রিসমাস উপলক্ষে এ কি করলেন পুনম…….?

সুরমা টাইমস ডেস্ক:: গত বছরের মত এবারও ক্রিসমাসে নিজের ফ্যান-ফলোয়ারদের উপহার দিতে হাজির হয়েছেন পুনম পান্ডে। আর তাঁর উপহার ঠিক কিরকম হবে, তা সহজেই অনুমানযোগ্য। আসলে ফ্যানদের জন্য নিজের শরীরের কিছু ঝলক দেখাতে চেয়েছেন তিনি। সাদা-কালো ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে পোশাকের অন্তরাল থেকে উঁকি মারছে তাঁর শরীরের গোপন অংশ।

ভিডিওটির নাম দিয়েছেন ExotiChristmas. স্বল্প পোশাকে আবেদনমূলক অঙ্গভঙ্গি করছেন পুনম। কখনও তাঁর পরনে সাদা-কালো বিকিনি, আবার কোথাও সাদা শার্ট খুলে ফেলছেন পুনম। স্টার ওয়ারস টি শার্টও পরতে দেখা গিয়েছে তাঁকে।

অনেকেই তাঁর এই ভিডিও বিনোদনমূলক বলে মনে করছেন, তবে বেশিরভাগই নাক সিঁটকেছেন পুনমের এই ভিডিও দেখে। এতে তাঁর নিম্নরুচির পরিচয় পাওয়া গিয়েছে বলেই মনে করছেন অনেকে। তাঁর পোস্ট ভরে গিয়েছে নেগেটিভ কমেন্টে।

ক্রিসমাস উপলক্ষেই এই ভিডিও ট্যুইট করেছেন তিনি। লিখেছেন, ‘ট্যুইট-হার্টস! #ErotiChristmas ভিডিওটি দেখুন’।

তবে এবার বিশেষ জমাতে পারেননি তিনি। অনেকেই তাঁর ভিডিওটি দেখে হতাশ। কেউ লিখেছে, ‘রঙ আর গানের বাছাই ঠিক হয়নি’, কেউ বলেছেন, ‘মজা নেহি আয়া’। গত বছরও ক্রিসমাস উপলক্ষে এই ধরনের একটি ভিডিও পোস্ট করেছিলেন পুনম। যেটি ‘অ্যাডাল্ট কনটেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2pBe3lQ

December 27, 2017 at 12:17AM
27 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top