জয়পুর, ০৮ ডিসেম্বর- ভিনধর্মে প্রেমের অপরাধে রাজস্থানের রাজসামান্দে জীবন্ত পুড়িয়ে মারা হল এক ব্যক্তিকে ৷ শুধু তাই নয় পাশবিক অত্যাচারের প্রতিটি দৃশ্য রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয় ৷ বীভৎস সেই ভিডিও দেখে শিহরিত গোটা দেশ ৷ লাভ জিহাদ অর্থাৎ ভিন ধর্মে প্রেমের অপরাধে খুন বা অত্যাচারের দৃষ্টান্ত এই প্রথম নয় ৷ তাতে নতুন করে ঘৃতাহুতি করল রাজস্থানের এই ঘটনা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নৃশংস এই ভিডির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই এই ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ করে প্রশাসন ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচন্দ কাটারিয়া এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেন ৷ পুলিশ সূত্র খবর, ভিনধর্মে প্রেম করার অভিযোগে রাজসমন্দ জেলার মহম্মদ এসরাজুল হক নামে এক শ্রমিককে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতি ৷ এসরাজুল হক পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা ৷ ভিডিওতে দেখা গিয়েছে প্রাণভয়ে দৌড়চ্ছেন এসরাজুল, তাঁকে তাড়া করে দাঁ তেড়ে আসছেন এক ব্যক্তি ৷ ধরে ফেলার পর এসরাজুলকে দাঁ দিয়ে কোপাতে থাকেন ওই দুষ্কৃতি ৷ আহত রক্তাক্ত এসরাজুলের প্রাণভিক্ষার আকুতিতেও কোনও কাজ হয়নি ৷ একের পর এক আঘাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়ে সে ৷ অজ্ঞান হলেও তখনও প্রাণ ছিল তাঁর ৷ সে অবস্থাতেই এসরাজুলের গায়ে আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি ৷ একইসঙ্গে ভিডিওতে বাকিদের উদ্দেশ্যে সেই ব্যক্তি হুমকি দেয়, ভিনধর্মে প্রেম করলে এমনই হবে বাকিদের অবস্থাও ৷ ভিডিওতে দেখতে পাওয়া দুষ্কৃতিকে চিহ্নিত করেছে পুলিশ ৷ তার নাম শম্ভুলাল ৷ অভিযুক্তের বোনের সঙ্গে মুসলিম যুবক এসরাজুল হকের সম্পর্ক গড়ে ওঠায় তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান ৷ ঘটনাস্থল থেকে এসরাজুলের আধপোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ তাঁর পাশে মিলেছে খুনের অস্ত্র ও স্কুটার ৷ এসরাজুলের মৃত্যুতে মালদহে তাঁর গ্রামে শোকের ছায়া ৷ তবে তাঁর পরিবারের দাবি কোনও লাভ জিহাদ নয়, ব্যক্তিগত আক্রোশেই এই খুন ৷ কাজের জন্য রাজস্থানে যায় এসরাজুল৷ ওর উপর অত্যাচার করা হত ৷ টাকা-পয়সা নিয়ে গন্ডগোলের জেরে খুন ৷ মূল অভিযুক্ত শম্ভুলালকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ শম্ভুলালের সঙ্গে ওখানে যারা উপস্থিত ছিল এবং যে ভিডিও রেকর্ড করছিল তাদের খোঁজ চলছে ৷ তথ্যসূত্র: News18 Bangla আরএস/১০:০০/০৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nJOLRy
December 08, 2017 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top