হায়দরাবাদ, ২৯ ডিসেম্বরঃ শহরকে পরিচ্ছন্ন রাখতে নতুন উপায় অবলম্বন করছে হায়দরাবাদ পৌর নিগম। রাস্তায় কোনও পথচারীকে প্রস্রাব করতে দেখলেই তার গলায় মালা পরানো হবে। অবশ্য তার আগেও রয়েছে ২ দফায় সতর্ক করার রাস্তা। তাতেও যদি তিনি না থামেন, তাহলে তাঁর গলায় মালা পরানো হবে। হায়দরাবাদে প্রকাশ্যে মূত্রত্যাগ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে। পৌরসভা জানিয়েছে, এই সমস্যার মোকাবিলা করতে প্রতি ৫০০ মিটার অন্তর একটি করে শৌচালয় বানানো হয়েছে। পাশাপাশি পেট্রল পাম্প, রেস্তরাঁ, হোটেলের শৌচালয়গুলিও সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zM4nVk
December 29, 2017 at 04:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন