ঢাকা, ০১ ডিসেম্বর- জয়া মিডিয়া প্রডাকশনের ব্যানারে নতুন চলচ্চিত্র মেঘকন্যা গতকাল বৃহস্পতিবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস ও নিঝুম রুবিনা। মিনহাজুল ইসলাম পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর কবির। প্রযোজক জানান ছবিটি আগামী ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি দিতে চান। জাহাঙ্গীর কবির বলেন, গতকাল আমরা সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এটি আমার জয়া মিডিয়া প্রোডাকশনের প্রথম কাজ। এই প্রথম কাজটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আমি বিশ্বাস করি দর্শকও ছবিটি দেখে পছন্দ করবেন। ছবিটি কবে মুক্তি পাবে জানতে চাইলে তিনি বলেন, আমি এই ছবিটি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি দিতে চাই। সেই হিসেবে ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেব। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ বা ১৬ তারিখ ছবিটি মুক্তি পাবে। আমি কোন তারিখে ছবিটি মুক্তি দিতে পারব, সেই বিষয়ে আমার ছবির ইউনিটের সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নেব। জাহাঙ্গীর কবির আরো বলেন, আসলে এই ছবিটি একেবারেই ভালোবাসার একটি ছবি। প্রেমিক-প্রেমিকার ভালোবাসা, মা-মেয়ের ভালোবাস, বাবা-মেয়ের ভালোবাসা, আবার সন্তানের জন্য পরিবারের ভালোবাসা, যে কারণে ছবিটি ভালোবাসা দিবসে মুক্তির চিন্তা করছি। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মিনহাজ অভি নিজেই। এমএ/১১:৫৫/০১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BBoDLo
December 02, 2017 at 06:03AM
02 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top