নয়াদিল্লি, ১৪ ডিসেম্বরঃ কমতে পারে রাজধানী, শতাব্দী, দুরন্তের মতো প্রথম সারির ট্রেনগুলির টিকিটের দাম। ভাড়া কমানোর কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, ফ্লেক্সি ফেয়ারের বিষয়টি পুর্নবিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থার সৌজন্যে টিকিটের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিকিটের দামও বেড়ে যায়।
রেলমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে অফ সিজনে এবং ট্রেনের সব সিট ভর্তি না হলে রাজধানী, শতাব্দী, দুরন্তের মতো জনপ্রিয় ট্রেনগুলির ভাড়া কমানোর কথা ভাবছে রেল।
রেলমন্ত্রীর বক্তব্য তাত্পর্যপূর্ণ। কারণ, ২০১৬ সালে ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা চালু হওয়ার পরে ট্রেনের টিকিটের দাম বাড়লেও, অফ সিজনেও দাম কমেনি। ফলে এবার হয়তো একতরফা টিকিটের দাম না বাড়িয়ে অফ-সিজন বা আসন খালি থাকলে টিকিটের দামে ছাড় দিতে পারে রেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zbiAOJ
December 14, 2017 at 01:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন