নয়া দিল্লী, ০৪ ডিসেম্বর- ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ধোনি সরে দাঁড়ানোর পরে অনেক ভক্তই কোহলিকে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায়ও তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেকে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের পরে সেই ক্ষোভ যেন নতুন করে বেড়ে যায়। কিন্তু বিষয় হল, খাতায় কলমে অধিনায়ক যিনিই হন না কেন, মাঠে কিন্তু এখনো ধোনিই নেতৃত্ব দেন! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে তা-ই আবার নতুন করে প্রমাণ হয়ে গেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্টাম্পে থাকা রেকর্ডারে ধরা পড়েছে ধোনির কন্ঠস্বর। বল করার সময়ে অমনযোগী হওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিনকে হালকা ধমক দিচ্ছেন সাবেক ভারত অধিনায়ক। বল ডেলিভার করার পরেই আউটের আবেদন করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি, যে সহজ রান আউট মিস করে ফেলেন। সেই সময়েই ধোনি স্টাম্পস-এর পিছন থেকে চেঁচিয়ে বলেন, বল দেখ অ্যাশ, মন কোথায় পড়ে রয়েছে? শুধু তাই নয়, একটি রিভিউ নেওয়ার আগেও কোহলিকে সতর্ক করেন তিনি। বলেন, বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে। খামোখা রিভিউটা নষ্ট হবে, আর কিছুই নয়। বলা বাহুল্য, কোহলিও যথেষ্ট আস্থা রাখেন ধোনির উপরে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2An3s1y
December 04, 2017 at 02:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top