বখাটের হাতে প্রাণ গেল এসএসসি পরিক্ষার্থী তরুণীর


সুরমা টাইমস ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বখাটের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী। নিহত হুমায়রা আক্তার মুন্নি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

জানা যায়- শনিবার রাত ৮টার দিকে দিরাই পৌরসভার মাদানী মহল্লায় বাসার দ্বিতীয় তলায় মুন্নির পড়ার কক্ষে প্রবেশ করে ছুরিকাঘাত করে করে ইয়াহিয়া সরদার (২২) নামের এক যুবক। এসময় মুন্নির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার মা রাহেলা খাতুন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘাতক।

মুন্নির পরিবার জানায়- বখাটে ইয়াহিয়া অনেক দিন ধরে মেধাবী ছাত্রী মুন্নিকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিরক্ত করে আসছিল। এ নিয়ে র‍্যাব, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও আত্নীয় স্বজনের মাধ্যমে আপোষ মিমাংসায় মুচলেকা দিতে বাধ্য করা হয় ইয়াহিয়াকে। এতে সে আরো প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে। এর জের ধরেই এ ঘটনা ঘটিয়েছে।

মুন্নি আত্নীয় সৌরভ মিয়া জানান- প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখান করায় বখাটে ইয়াহিয়া মুন্নির ইতালি প্রবাসী পিতাকে ইমো নাম্বারে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ছবি পাঠিয়ে বিভ্রান্ত করতো। শনিবার রাত ৮টার দিকে সহযোগীদের নিয়ে পৌর শহরের বাসায় থাকা মুন্নিকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সিলেট নিয়ে যাওয়ার পথে মুন্নী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

রবিবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খানসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা আশ্বস্ত করেন অবিলম্বে ঘাতক ও তার সহযোগীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BtNUaW

December 18, 2017 at 12:19PM
18 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top