সুতারকান্দি স্থলবন্দর দিয়ে ৬ মাস পর কয়লা আমদানি শুরু

নিজস্ব প্রতিনিধি:: দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা-সুতারকান্দি শুল্ক স্থল সীমান্ত বন্দর দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) থেকে শেওলা শুল্ক স্থলবন্দর স্টেশন দিয়ে ভারতের আসাম থেকে সীমিত পরিমাণ কয়লা আমদানি শুরু হয়।

সিলেট কয়লা আমদানিকারক সমিতির সভাপতি এমদাদ হোসেন বলেন, অনেক চেষ্টার পর শেওলা সুতারকান্দি শুল্ক স্থলবন্দর দিয়ে স্বল্প পরিমাণে কয়লা আমদানি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) ৯ ট্রাক কয়লা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

সুতারকান্দি স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা খাইরুল এনাম বলেন, আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে ৯ ট্রাক কয়লা প্রবেশ করেছে।

চার মাসের জন্য কয়লা আমদানির অনুমোদন ভারতের হাই কোর্ট দিয়েছে বলে জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2kA8B0w

December 07, 2017 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top