ঢাকা, ১০ ডিসেম্বর- আমি সানী (ওমর সানী) ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি। আপনি আমার খুবই প্রিয়, খুবই প্রিয় মানুষ। খুবই ভালোবাসার মানুষ। সানী ভাই আপনি যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন তা হলে আমাকে ক্ষমা করে দেবেন। এক ভিডিও বার্তায় এভাবেই ওমর সানীর কাছে ক্ষমা চাইলেন সেন্স অব হিউমার অনুষ্ঠানের উপস্থাপক অভিনেতা নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। ওই অনুষ্ঠানে জয়ের বিতর্কিত প্রশ্নের সমালোচনা করে এর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ওমর সানী। এরই প্রেক্ষিতে সানীর কাছে ক্ষমা চাইলেন জয়। জয়ের ক্ষমা চাওয়ার ভিডিও রোববার যখন ভাইরাল হয়েছে ঠিক সেই সময় জয়কে উদ্দেশ্য করে আবারো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। ওমর সানী লিখেছেন, জয়ের সেন্স অব হিউমার নিয়ে আমি আগে একবার বলেছি আবারো বলছি। কিছু বিষয় আমি ক্লিয়ার করতে চাই- মৌসুমীকে সে আপা বলে, আপার প্রতি যে সম্মান দেখাতে হয় তা কি সে দেখিয়েছে তার অনুষ্ঠানে? সে কি করে বলে যদি ওমর সানী ভাই আপনাকে বিয়ে না করতো তাহলে আমি করতাম। এটা কোন ধরনের ভদ্রতা ? সানী আরো লেখেন, শাবনূরকে সে বলেছে তার সন্তান কেন রিয়াজের চেহারা? এটা কি অশ্লীলতা নয়? মাহিয়া মাহীকে সে বলেছে স্বামী থাকা স্বত্তেও সে বর্তমানে জাজের সঙ্গে লিভ টুগেদার করছে কি? কোনো অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয় তুলে আনার নামই কী সেন্স অব হিউমার? জননন্দিত কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদ সাহেবের স্ত্রী শাওনকে সে বলেছে স্যারের অবর্তমানে সে তাকে বিয়ে করতে পারে কিনা। এটা কেমন প্রস্তাব? কোনো ভদ্রলোক এমন কথা ক্যামেরার সামনে বলতে পারে? ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ শামীম ওসমান সাহেবকে সে বলেছে তিনি মৌসুমীকে নিয়ে লং ড্রাইভে যেতে চান কিনা। এখানে মৌসুমী কেন আসবে? সে কোনো রাজনীতির সাথে জড়িত নয়, তাহলে কেন তাকে জড়ানো হবে এসব বিষয়ে ? সবশেষ সানী লিখেছেন, আমি যাদের নাম বললাম তাদের কাছে প্রশ্ন রাখছি, আমি ওমর সানী ঠিক নাকি জয় ঠিক? যদি তারা বলেন জয়ই ঠিক তাহলে আমি ওমর সানী তাকে ফোন করে স্যরি বলব। পা ধরে ক্ষমা চাইবো শ্রদ্ধেয় এ,টি, এম শামসুজ্জামান সাহেবের কাছে, কারণ তিনি নাকি আমাকে স্টুপিড বলেছেন। বাবার বয়সী গুরুজন আমাকে বকা দিতেই পারেন, ভুল করলে তিনি ধরিয়ে দেবেন আবার ভালো কাজ করলে বুকে টেনে নেবেন এটাই তো স্বাভাবিক। শ্রদ্ধাভাজন ব্যক্তিদের কি করে সম্মান দিতে হয় তা আমি জানি, আবার ছোটদের কি করে স্নেহ করতে হয় তাও আমি জানি। আমার জায়গায় আমি সৎ, জয় তুমি কি তোমার কাছে সৎ? সূত্র: আরটিভি অনলাইন আর/০৭:১৪/১০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2B5gEJ6
December 11, 2017 at 12:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top