কলকাতা, ১৫ ডিসেম্বরঃ ডেঙ্গি আতঙ্কে ভুগছে গোটা রাজ্য। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকে। তাই ডেঙ্গিকে নিয়ন্ত্রনে আনতে গেলে সবার প্রথমেই আটকাতে হবে মশার বংশ বিস্তার। সেই উদ্দেশ্যেই এবার এক অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা।
মশা মারতে ড্রোন ব্যবহার করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয় কলকাতা পুরসভার উদ্যোগে।
বিভিন্ন নির্মীয়মাণ বহুতল, পাঁচিলঘেরা জমি মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ জায়গা। কিন্তু নির্মীয়মাণ সেসব জায়গায় অনেকসময়ই সেখানে নজরদারি চালানো সম্ভব হয় না। সেই সব স্থানে যাতে নজর এড়িয়ে মশারা বংশবিস্তার করতে না পারে, সেজন্য কলকাতা পুরসভার উদ্যোগে এই অভিনব ড্রোন নজরদারির ব্যবস্থা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AJNQ9V
December 15, 2017 at 01:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন