কলকাতা, ১৪ ডিসেম্বর- একসময়ের নামী বক্সার৷ এখন তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী৷ দক্ষ শ্রমিক নেতা হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম আছে৷ এবার এই মানুষটিই গান গাইবেন সিনেমাতে৷ পরিচালক ঈপ্সিতা রায় সরকার ও রাজেশ দত্তের আগামী ছবিতে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ আপাদমস্তক রাজনীতিক৷ তবে তাঁর রাজনৈতিক কাজকর্মের বাইরেও একটা জগৎ রয়েছে৷ যে জগতে তাঁর অনেক গুন একসঙ্গে পাশাপাশি অবস্থান করে৷ সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় একাধারে অভিনেতা, কবি, গায়ক আবার পুরোহিত৷ এর মধ্যে তাঁর অনেক গুনপ্রকাশ্যে এলেও গায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে কজন চেনেন? কিন্তু এবার চিনবে৷ পরিচালক ঈপ্সিতা রায় সরকার ও রাজেশ দত্তের আগামী ছবি আবার বসন্ত বিলাপ-এ তাঁর কন্ঠে একটি গান শোনা যাবে৷ ১৫-২০ দিনের মধ্যেই গানের রেকর্ডিং শুরু হওয়ার কথা৷ এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় ও মুনমুন সেন। আর ছবিতে এই প্রজন্মের নতুন জুটি হচ্ছেন অনুভব কাঞ্জিলাল ও দেবলীনা। ছবিতে গান গাওয়ার প্রস্তাব নিয়ে শোভনদেববাবুর বাড়িতে যান ঈপ্সিতা রায়৷ প্লে ব্যাকে রাজি হলেও পরে শোভনদেববাবু জানিয়েছেন, গানের কথা তাঁর পছন্দ হয়নি৷ তাই পরিচালকদের তিনি জানিয়েছেন গানের কথা তাঁর মনের মতো না হলে তিনি গাইবেন না৷ মন্ত্রীর কথায়, একটা কমেডি ছবির গানের কথা কখনও এত শক্ত হয় নাকি? আমি ওদের বলেছি কথা আরও সহজ কর, আরও মজার করে লেখ৷ তাহলেই গাইব৷ পরিচালকরা আমাকে জানিয়েছেন, ওরা আমাকে দিয়েই গাওয়াতে চায়৷ তারজন্য যা করার হয় করবে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২১:৪৫/১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CojJlp
December 15, 2017 at 03:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top