আজ  গুজরাতে ৬ টি বুথের পুনর্নির্বাচন

গান্ধীনগর, ১৭ ডিসেম্বরঃ আজ শুরু হল গুজরাতের ৬টি বুথের পুনর্নির্বাচন। ইভিএমে গোলযোগের জন্য এই বুথগুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ভোটগ্রহণ চলছে ভড়গাম, ভিরামগাম, দাসক্রোই এবং সাভলি সহ ৬টি কেন্দ্রে।

বৃহস্পতিবার গুজরাত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় এবং শেষ দফার ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন জানায়, ৬টি বুথে ইভিএমের তথ্যে গরমিল রয়েছে। তাই শুক্রবার সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। পুনর্নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে ওই ৬টি কেন্দ্রে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2B1wW6s

December 17, 2017 at 01:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top