লুকিয়ে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ? ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করার পর থেকেই বলিউডে শুরু হয়েছে এই গুঞ্জন৷ অনেকদিন ধরে অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন ইলিয়ানা৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মাঝে মধ্যেই বয়ফ্রেন্ড অ্যান্ডুর সঙ্গে ছবি পোষ্ট করে থাকেন এই বলি অভিনেত্রী৷ গত শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন মুবারকন অভিনেত্রী৷ নীচে ক্যাপশন দেন, বছরের এই দিনটা সবচেয়ে প্রিয় সময়৷ ছবিটির জন্য বয়ফ্রেন্ড অ্যান্ড্রুকে ধন্যবাদ দিয়ে তাকে হাবি বলে উল্লেখ করেন৷ এরপরই শুরু হয় ফিসফাস৷ এর আগে ইলিয়ানাকে যখন বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হয়েঠিল তখন ইলিয়ানা জানিযেছিল, তার কাছে বিয়ে এবং লিভ ইন সম্পর্কের মধ্যে খুব বেশি পার্থক্য নেই৷ বলেছিলেন, বিয়ে অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ৷ বিয়ের পর দুজনের জীবনে অনেক পরিবর্তন আসে৷ কিন্তু আমি মনে করি বিয়ে এবং লিভ ইন সম্পর্কের মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই৷ শুধু একটা কাগজের টুকরো দুজনকে দুজনের থেকে আলাদা করে দেয়৷ কিন্তু অ্যান্ড্রুর প্রতি আমার ভালোবাসা, দায়বদ্ধতা কখনই পাল্টাবে না৷ আর আমি কবে বিয়ে করব এই প্রশ্নটাই খুব হাস্যকর লাগে৷ এই আমি ভালো আছি৷ যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়েই দেব৷ তবে একটু রহস্যময়তা বজায়ও রাখা দরকার৷ ২০১৪ সালে মুম্বইয়ের এক রেঁস্টোরায় পাপারাৎজীর ক্যামেরায় ধরা পড়েন দুজন৷ তারপর থেকে বলিউডের একাধিক অনুষ্ঠানে বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে দেখা গিয়েছে ইলিয়ানাকে৷ মাঝেমধ্যেই দুজনে বেরিয়ে পড়েন বিদেশ ভ্রমণে৷ ইলিয়ানাকে শেষবার অজয় দেবগণের বিপরীতে বাদশাহো ছবিতে দেখা গিয়েছে৷ তথ্যসূত্র: গো নিউজ২৪ আরএস/১০:০০/২৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pzXSF5
December 26, 2017 at 08:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top