কলকাতা, ১৫ ডিসেম্বর- বাংলা টেলিভিশনের এই অত্যন্ত জনপ্রিয় নায়ক তাঁর অসম্ভব ব্যস্ততার মধ্যেই মাস্টার্স করছেন এবং সেটা কোনও মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নয়। এ প্রতিবেদককে জানালেন কোন বিষয় নিয়ে তাঁর মাস্টার্স ডিগ্রি। রিজওয়ান রব্বানি শেখ বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। বহু জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। বিশেষ করে চোখের বালি-তে বিহারী চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ে মুগ্ধ করেছিলেন। তাঁর সাম্প্রতিক ধারাবাহিক প্রতিদান খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে টিআরপি সেরার তালিকায়। তবে এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি যেমন, তার থেকে সম্পূর্ণ ভিন্ন মানুষ বাস্তবের রিজওয়ান। আক্ষরিক অর্থে জেন্টলম্যান বলতে যা বোঝায়, আসলে তিনি ঠিক তাই এবং বরবারই ভাল ছাত্র। আশুতোষ কলেজ থেকে বায়োসায়েন্স নিয়ে পড়েছিলেন স্নাতক স্তরে। এখন মিডিয়া সায়েন্স নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন হেরিটেজ কলেজ থেকে এবং সেটি একেবারেই একটি রেগুলার কোর্স, করেসপন্ডেন্স কোর্স নয়। কিন্তু কীভাবে শ্যুটিং সামলে ক্লাস করছেন তিনি? আসলে আমার শ্যুটিং যেখানে হয়, সেই স্টুডিওর খুব কাছেই কলেজটা। সেটা একটা সুবিধা। কিন্তু আমি শ্যুটিংয়ের এখানে বলেই দিয়েছি ওইভাবে শিডিউলটা করতে যাতে আমি ক্লাস করে শ্যুটিংয়ে আসতে পারি আবার শ্যুটিং করে ক্লাসে যেতে পারি। চ্যানেল ও প্রোডাকশন হাউসের সবাই অত্যন্ত হেল্পফুল, তাই ম্যানেজ করতে পারছি, এ প্রতিবেদককে জানালেন রিজওয়ান। তবে জনপ্রিয় নায়ক কলেজে গিয়েও ফ্যান ফলোয়ারদের মুখোমুখি হয়েছেন। শুধু সহপাঠীরা নন, অধ্যাপকদের মধ্যেও অনেকে তাঁর অভিনয় দেখেছেন বা দেখেন নিয়মিত। কিন্তু অত্যন্ত স্বল্পবাক এবং ডাউন-টু-আর্থ থাকতেই ভালবাসেন নায়ক। কলেজে গিয়ে কোনও সুন্দরীর সঙ্গে চোখাচোখি হলে নাকি চোখ ফিরিয়ে নেন তৎক্ষণাৎ। আমি এখন পুরোপুরি কাজ এবং পড়াশোনার দিকে মন দিতে চাই। অন্য কিছু ভাবতেই চাই না, বললেন নায়ক। আপাতত প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে। শ্যুটিং সামলে দিনরাত পড়াশোনা করছেন নায়ক। তবে এর মধ্যেই একটি সুখবর এসেছে। আজ, ১৫ ডিসেম্বর মুক্তি পেল তাঁর ছবি কিছু না বলা কথা। সায়ন বসু পরিচালিত এই ছবিতে রয়েছে চারটি ভিন্নমাত্রার প্রেমের গল্প। তার একটিতে নায়কের ভূমিকায় রয়েছেন রিজওয়ান ও নায়িকার ভূমিকায় পূজারিনি ঘোষ। দেখে নিতে পারেন ছবির ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে সূত্র: এবেলা আর/০৭:১৪/১৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CaCl7t
December 15, 2017 at 03:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top