সিউড়ি, ০৪ ডিসেম্বর- ফাঁকা ল্যাবরেটারিতে এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করতে গিয়ে জুতোপেটা খেলেন ল্যাব মালিক মানস মন্ডল। ঘটনাটি ঘটেছে সিউড়ির একটি অতি পরিচিত রক্ত পরীক্ষা কেন্দ্রে। রবিবারের দুপুরে মহিলা কর্মীর একা থাকার সুযোগে এমন কাণ্ড ঘটান ওই ব্যক্তি বলে মহিলা কর্মীর অভিযোগ। এর পরেই প্রতিবেশীরা ওই ল্যাবে চড়াও হন। তাঁদের সঙ্গে যোগ দেন ওই ল্যাবে কাজ করা আগের সহকর্মী মহিলারা। তাঁদের অভিযোগ, এর আগে তাঁদের উপরে মালিক যৌন নির্যাতন চালালেও তাঁরা প্রতিবাদ করতে পারেননি। এর পরেই ল্যাব থেকে মালিক মানস মণ্ডলকে রাস্তায় বের করে এনে মহিলারা ঝাঁটা ও জুতো পেটা করেন। মারের জেরে মানসবাবু তাঁর নিজের অপরাধের কথা স্বীকার করে নেন। তিনি জানান, ওই কর্মীর সঙ্গে তাঁর কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। যদিও তাঁর ল্যাবে কাজ করা আগের মহিলাদের অভিযোগ, শুধু এবারই নয় এর আগেও এমন অপকর্ম করেছেন মানসবাবু। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গত পনেরো বছর ধরে সিউড়ি লালদিঘি পাড়ায় এই রক্ত পরীক্ষা কেন্দ্র চালান মানস মণ্ডল। রবিবার দুপুরে দমকলের সামনে ওই ল্যাবরেটারিতে তুলকালাম শুরু হয়। কর্মরত এক মহিলা অভিযোগ করেন এদিন দুপুরে তাঁকে ল্যাবে একা পেয়ে শ্লীলতাহানি করেছে ল্যাব মালিক। সিউড়ি ত্রাণ সমিতি এলাকার বাসিন্দা বিবাহিত ওই মহিলা জানান, পনেরো দিন আগে তিনি ল্যাবরেটারির সহকর্মী হিসাবে কাজে যোগ দেন। তাঁর অভিযোগ, দুদিন যেতে না যেতেই তাঁকে নানা কুপ্রস্তাব দিতে শুরু করেন মানসবাবু। এদিন অন্য এক সহকর্মী গৌতম দাস দুপুরে বাইরে গেলে তাঁকে চেপে ধরে তাঁর শ্লীলতাহানি করেন মানসবাবু। তবে চিৎকার করে ওঠায় সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে দেন তিনি। খবর এবেলার। ওই মহিলাই ফোন করে আগের সহকর্মীদের ডাকেন। সিউড়ি তিলপাড়া গ্রামের বাসিন্দা, ওই ল্যাবেরই এক মহিলা কর্মী অভিযোগ করেন, প্রায়ই নিজের চেম্বারে মদ্যপান করতেন মানসবাবু। তাঁকেও সেই আসরে যোগ দিয়ে কুপ্রস্তাবে সাড়া দেওয়ার কথা বলতেন তিনি। তিনি লজ্জায় কিছুদিন কাজ করে ল্যাব ছেড়ে দেন। তাঁর অভিযোগ, হাসপাতালে কাজের টোপ থেকে নানা কিছু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন মানসবাবু। মহিলা কর্মীরা প্রকাশ্যে এদিন মানস মণ্ডলকে রাস্তায় এনে ঝাঁটাপেটা ও জুতোপেটা করেন । যোগ দেন এলাকার বাসিন্দারাও। মহিলা কর্মীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মানসকে গ্রেফতার করেছে। তবে ওই ভিড়ে রক্তের দালালদের উপস্থিতি দেখে এর পিছনে ব্যবসায়িক ষড়যন্ত্র আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/১০:০০/০৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iKOAU9
December 04, 2017 at 03:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন