স্ত্রী সাগরিকাকে নিয়ে মহারাষ্ট্রের কোলাপুরে সেখানকার জনপ্রিয় মহালক্ষ্মী মন্দিরে পুজা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার জাহির খান। এসময় জাহিরের পরণে ছিল কুর্তা-পাঞ্জাবী ও মাথা ছিল রাজতীলক। রোববার তারা মন্দিরে যান। দুই সপ্তাহ আগে বলিউড অভিনেত্রী সাগরিকাকে ঘাটকে ঘরোয়া পরিসরে বিয়ে করেন জাহির খান। তাদের দীর্ঘদিনের প্রেম এবার বিয়েতে রূপ নেয়। এ দুই তারকার বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত হন বলিউড ও ক্রিকেট জগতের তারকারা। শাহরুখ খানের বিখ্যাত চাক দে ইন্ডিয়া ছবিটির প্রীতি সাবারওয়াল চরিত্রে মেয়েটির আসল নাম সাগরিকা ঘাটগে। জহির খানের সঙ্গে তার মন নেওয়া-দেওয়ার বেশ কিছুদিন আগে থেকেই। এর পর গত মেতে অনেকটা ঘটা করে বাগদান হয় তাঁদের। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জহির খান ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেটকে বিদায় বলে দেন। ৯২ টেস্টে ৩১১ উইকেট এবং ২০০ ওয়ানডেতে ২৮২টি উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি। এখন কোচিংয়ের সঙ্গ যুক্ত। এবার নতুন জীবন শুরু করলেন তিনি। আরএস/১০:০০/০৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zKXYdK
December 04, 2017 at 05:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন