ঢাকা, ২১ ডিসেম্বর- যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেট আর বিতর্ক চলছে সমান তালে। ক্রিকেটকে ভদ্র মানুষের খেলা মনে করা হলেও এতে বেশি কিছু অভদ্র ঘটনা ঘটে। ঠিক তেমনই ২০১৭-এ ক্রিকেটের বিতর্কিত কিছু মুহূর্ত। জেনে নেওয়া যাক সেই বিতর্কিত বিষয়গুলো- ১. ভারত বনাম নিউজিল্যান্ড: ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওডিআই-এর আগে পিচ বিতর্কে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওকরকে নির্বাসিত করে বিসিসিআই। ২. অ্যাসেজ ২০১৭: পার্থ টেস্টে ডিআরএস নিয়ে বিতর্ক দেখা দেয়। মিচেল স্টার্কের বাউন্সার ইংল্যান্ডের স্টোনম্যানের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেলেও স্টোনম্যানের গ্লাভস আর বলের মধ্যে ফারাক বিশেষ ছিল না। অনফিল্ড আম্পায়ার নট আউট দিলে অজি অধিনায়ক স্টিভ স্মিথ ডিআরএস-এর আপিল করেন। স্নিকো মিটারে দেখা যায় বলটি ব্যাটে না লাগলেও হেলমেট বা গ্লাভসে লেগে উইকেট রক্ষকের হাতে পৌঁছায়। তৃতীয় আম্পায়ার সম্পূর্ণ নিশ্চিত না হলেও আউট ঘোষণা করেন স্টোনম্যানকে। এই নিয়ে ক্ষোভও দেখায় ইংল্যান্ড শিবির। আরও পড়ুন:আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার এলিস পেরি ৩. চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান ওঠার পর পরোক্ষভাবে পাকিস্তানি দলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক আমির সোহেল। পাকিস্তানের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোহেল বলেছিলেন পাকিস্তানের এই পারফরম্যান্সের পেছনে এক্সটার্নাল অ্যাফেয়ার আছে। ৪. অস্ট্রেলিয়া বনাম ভারত: বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট চলাকালীন অনফিল্ড আম্পায়ার স্টিভ স্মিথকে আউট দিলে ড্রেসিংরুমের দিকে তাকান স্মিথ। ড্রেসিংরুম থেকে ডিআরএস-এর ইঙ্গিত পেয়ে রিভিউয়ের আবেদন করেন অজি অধিনায়ক। এই নিয়ে কম বিতর্ক হয়নি। তা নিয়ে প্রশ্ন তোলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এমএ/০৯:৫০/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Dszg41
December 22, 2017 at 03:58AM
22 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top