দিল্লি, ৭ ডিসেম্বরঃ নরেন্দ্র মোদিকে ‘নীচ আদমি’ বলে কটাক্ষ করায় মণিশংকর আয়ারকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করল কংগ্রেস। গুজরাত নির্বাচনের দু’দিন আগে এই ধরনের মন্তব্য করায় মণিশংকরের উপর ক্ষুব্ধ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধিও।
আজ দিল্লিতে আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি কংগ্রেসকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই আসরে নেমে মণিশংকর আয়ার প্রধানমন্ত্রীকে ‘নীচ আদমি’ বলে কটাক্ষ করেন। আয়ারের এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়। এরপর তড়িঘড়ি ব্যবস্থা নেয় কংগ্রেস। দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে।
এদিকে, বিতর্ক বাড়তেই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন মণিশংকর আয়ার। বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে নীচ আদমি বলতে চাইনি। আমি বলতে চেয়েছি নিম্নস্তরের। আসলে হিন্দি আমার মাতৃভাষা নয়। তাই, আমার কথার মানে অন্য হয়েছে। এরজন্য আমি ক্ষমা চাইছি।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AD5hW7
December 07, 2017 at 11:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন