রিয়ান্না। যার পুরো নাম রুবিন রিয়ান্না ফেন্টি। বার্বাডোজে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী এ সংগীতশিল্পী এবার প্রেম করছেন সৌদি আরবের ধনকুবেরের সঙ্গে। জানা গেছে, সৌদি আরবের ওই ধনকুবেরের নাম হাসান জামিল। তিনি একটি টয়োটা কোম্পানির মালিক। আর সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের বাগদান সম্পন্ন হয়েছে। রিয়ান্নার হাতে নতুন একটি হীরার আংটি দেখেই এমন গুঞ্জন ঢাল পালা মেলেছে। মার্কিন গণমাধ্যম ধারণা করছে, জামিলের সঙ্গে বাগদান হয়ে গেছে অনলি গার্ল গায়িকার। ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়েন রিয়ান্না। সে সময় রিয়ান্নার অনামিকায় একটি হীরার আংটি দেখা যায়। এর আগে গত জুনে স্পেনে রিয়ান্না ও জামিলকে একসঙ্গে দেখা যায়। তা ছাড়া তাদের বেশ কয়েকবার লন্ডনে দেখা গেছে ডিনার করতে। সৌদি আরবে থাকলেও রিয়ান্নার সঙ্গে নিয়মিত দেখা করছেন হাসান জামিল। তাদের গতিবিধিই বলে দিচ্ছে সামনে হয়তো আসছে নতুন কোনো খবর। সূত্র: এমটিনিউজ আর/১০:১৪/১১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jP9q1X
December 12, 2017 at 05:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top