মিসর, ২৩ ডিসেম্বর- মেহের আফরোজ শাওনের পরিচয় এককথায় দেওয়া কঠিন। অনেক গুণের অধিকারী এই তারকা। অভিনয়, গান ও পরিচালনা করার বাইরেও শাওনের আরেকটি পরিচয় হলো তিনি স্থপতি। সম্প্রতি একটি স্থাপত্যবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিসর দর্শনের আমন্ত্রণ পেয়ে সেখানে গেছেন তিনি। মিসরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপত্য ঘুরে দেখছেন। আজ শনিবার ফেসবুকে মিসর ঘুরতে যাওয়ার প্রসঙ্গ নিয়ে একটি বড় স্ট্যাটাস লিখেছেন শাওন। তিনি লিখেন, মিসর। ইংরেজিতে Egypt। উফফফ দু-একটি দেশের এই যে দুই রকম নাম (ভারত যেমন India) কেমন জানি লাগে। কিন্তু মিসরের প্রতি আগ্রহ কার না আছে! পিরামিড, স্ফিংস, ফারাও, মমি। তুতেন খামুন, রেমেসিস ২, ক্লিওপেট্রা, নেফারতিতি। এই নামগুলো কৈশোরেই মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। স্কুলের বইয়ের পাতায় নীল নদের তীরে মিসর সভ্যতা গড়ে ওঠার ইতিহাস পড়ে নীল নদের নামটা হৃদয়ে গেড়ে বসল। নীল নদের জল আসলেই কি নীল? এই প্রশ্নের উত্তর মনে মনে কত খুঁজেছি! মিসরে যাওয়ার ইচ্ছা অনেক আগেই হয়েছিল শাওনের। এ বিষয়ে তিনি বলেন, স্থাপত্যকলায় পড়বার সময় মিসরের প্রাচীন স্থাপনার রহস্যে অভিভূত হয়েছি আর মনে মনে ভেবেছিএকবার মিসর যেতেই হবে। হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করে শাওন বলেন, সব সময় মাঝে সিঁথি করে চুল ছেড়ে রাখতাম বলে প্রণয়ের কালে হুমায়ূন আমায় ডাকতেন মিসরীয় রাজকন্যা। নিজেকে কোনো এক ফারাও রাজকন্যা ভেবে মনে মনে পুলকিতও হয়েছি কখনো কখনো। ২০০৪ এর পর দু-দুবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত মিসর দর্শন হলো না হুমায়ূন আর আমার। তাই হঠাৎ যখন একটি স্থাপত্যবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিসর দর্শনের আমন্ত্রণ পেলাম, তখন হ্যাঁ বলতে ১০ সেকেন্ড সময়ও নিইনি। আরও পড়ুন:মেয়েকে নিয়ে কানাডায় চলে গেলেন তিন্নি মিসর ভ্রমণে শাওনের সঙ্গী হয়েছেন তাঁর বান্ধবী কলামিস্ট তানজিরাল দিলশাদ দিতান। তাঁর প্রসঙ্গ টেনে শাওন বলেন, দিতান বান্ধবী, তোকে ধন্যবাদ আমার সঙ্গী হওয়ার জন্য। তুই না থাকলে মিসরটা এত ঘটনাবহুল হতো না। মেহের আফরোজ শাওন নতুন চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। হুমায়ূন আহমেদের গল্পে অংসখ্য নাটক নির্মাণ করেছেন তিনি। তবে গত বছর তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র কৃষ্ণপক্ষ মুক্তি পায়। হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, ফেরদৌস, মৌটুসী বিশ্বাস, কায়েস চৌধুরী প্রমুখ। সূত্র:এনটিভি অনলাইন এমএ/০৩:০০/২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D27gn9
December 23, 2017 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top