ধরমশালা, ১০ ডিসেম্বরঃ ধরমশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ধসে গেল বিরাটহীন ভারতীয় ব্যাটিং। মাত্র ৩৮ ওভারেই ১১২ রানে অলআউট রোহিত অ্যান্ড কোং।
টেস্ট সিরিজে পরাজয় স্বীকারের পর একদিনের ক্রিকেটে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। শুরুটা বেশ ভালো করল পেরেইরারা। টস জিতেও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পেরেইরা। ফল মিলল হাতে নাতে। ২০ ওভারের খেলা গড়াতে না গড়াতেই ধস নামল ভারতীয় শিবিরে। মাত্র ১৭ ওভারে ২৯ রানে ৭ উইকেট হারিয়ে ল্যাজে গোবরে অবস্থা হয় রোহিতবাহিনীর। কিন্তু সেই পরিস্থিতে একা ধোনি দাড়িয়ে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতেকে ১০০ রানের গোন্ডি পার করালেন।
ধরমশালার পিচেও হালকা ঘাসের আভাস। পিচে গতি আছে। বল সুইংও করছে। ফলে কোহলিহীন ভারতের অবস্থা শুরু থেকেই নড়বড়ে। রোহিত, ধাওয়ান, হার্দিক সকলেই কার্যত নিষ্প্রভ। এদিন ভারতের হয়ে অভিষেক হল শ্রেয়াস আইয়ারের। কিন্তু তিনিও ভাল খেলতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৯ রানে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yVkenf
December 10, 2017 at 03:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন