কলকাতা, ২২ ডিসেম্বর-প্রতি বছরের মতো এ বছরও প্রকাশিত হল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রতিযোগী ৩৪১টি সেরা ছবির তালিকা। এই তালিকাতে অন্তর্ভুক্ত হওয়ার অর্থ, এই তালিকা থেকেই চূড়ান্ত মনোনয়ন করা হবে বিভিন্ন পুরস্কারের জন্য। সেরা ছবি থেকে সেরা মেকআপ সবকটি বিভাগের মনোনয়ন হবে এই ৩৪১টি ছবি থেকেই। এ বছর এই তালিকাতে রয়েছে বাংলা ছবি রক্তকরবী। পরিচালক অমিতাভ ভট্টাচার্যের এটি দ্বিতীয় ছবি, এই বছরের মাঝামাঝি বাণিজ্যিক ভাবে মুক্তি পায় ছবিটি বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে রবীন্দ্রনাথের সুবিখ্যাত নাটক রক্তকরবী, কিন্তু মূল টেক্সটকে সাম্প্রতিক সময়ের বাংলার রাজনীতির প্রেক্ষিতে ফেলেছেন পরিচালক ও চিত্রনাট্যকার অমিতাভ। এই ব্যতিক্রমী ছবিটি বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে ইতিমধ্যেই। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর তালিকাতেও স্থান করে নিয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন মুমতাজ সরকার, শান্তিলাল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, উষসী চক্রবর্তী, কৌশিক সেন প্রমুখ। গতকাল ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের তালিকা প্রকাশ হতেই খুশির আবহ বাংলার বিনোদন জগতে। পরিচালক অমিতাভ ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন,গোল্ডেন গ্লোব-এ ইতিমধ্যেই আমাদের ছবি অত্যন্ত প্রশংসিত এবং ওখানকার জুরি মেম্বারদের অনেকেই আবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর জুরিতে রয়েছেন। শান্তিলালদা এবং মুমতাজের অভিনয়ের অত্যন্ত প্রশংসা করেছেন ওঁদের অনেকেই। শুধু তাই নয়, রক্তকরবী যখন মুক্তি পায় লস এঞ্জেলসে, তখন লস এঞ্জেলস টাইমস খুব পজিটিভ একটা রিভিউ করে। সব মিলিয়ে তাই আশাবাদী অমিতাভ যে, চূড়ান্ত নমিনেশনে জায়গা করে নিতে পারে তাঁর ছবি। আরও পড়ুন:এবার আমাজন অভিযানের গানে চমক দিলেন দেব অস্কারের তালিকায় এই মনোনয়ন চলচ্চিত্র জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এখনও পর্যন্ত হাতে গোনা ভারতীয় ছবি এই তালিকায় স্থান পেয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত হলে একাধিক ক্যাটেগরিতে নমিনেশনের সম্ভাবনা থাকে। এছাড়া রয়েছে একমাত্র ফরেন ল্যাঙ্গোয়েজ ফিল্মস ক্যাটেগরি। সেখানে সারা পৃথিবীর বিভিন্ন ভাষার ছবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং একটিমাত্র ছবিই সেরা হিসেবে মনোনীত হয়। তা বাদে অভিনেতা-অভিনেত্রী-পরিচালক-সিনেমাটোগ্রাফারদের দক্ষতার আলাদা করে বিচার করা হয় না। কিন্তু রক্তকরবী বাংলার তো বটেই, গোটা দেশের গর্ব এই মুহূর্তে। সূত্র:এবেলা এমএ/১১:৪০/২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BxPI5Y
December 22, 2017 at 05:47PM
22 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top