ওয়েব ডেস্ক, ১৮ ডিসেম্বরঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রবিবার রাতে শিলিগুড়ির সালুগাড়া চেকপোস্ট এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া সহ তিনজনকে গ্রেফতার করল বন দপ্তর। তাদের মধ্যে দুজন নেপালেরএবং একজন ভুটানের বাসিন্দা। বন দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে সঞ্জয় দত্ত জানিয়েছেন, ধৃতদের মধ্যে দুজন প্রশিক্ষিত আন্তর্জাতিক চোরাশিকারি। ধৃতরা হল নেপালের রুদ্রপ্রসাদ ও ধনকুমার রাই এবম ভুটানের জয়গাঁর কুমার রাই। চিতাবাঘটিকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়েছে। উদ্ধার হওয়া চামড়ায় দুটি গুলির চিহ্নও রয়েছে। চামড়াটি ৫ লক্ষ টাকা বিক্রি করার কথা ছিল। ধৃতদের জেরা করে আরও জানা গিয়েছে, এই চক্রের পান্ডা নেপালের বিরাটনগরের বাসিন্দা সোনম ভুটিয়া। সে নেপালে বসে উত্তরবঙ্গে বন্যপ্রাণী চোরাশিকার ও তাদের দেহাংশ বিক্রির আন্তর্জাতিক কারবার চালাচ্ছে। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
ছবিঃ উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AQX1B3
December 18, 2017 at 11:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন