ভাঙড়, ২৮ ডিসেম্বরঃ বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়। বৃহস্পতিবার পাওয়ার গ্রিডের জমি নিয়ে আন্দোলনকারীদের মিছিল হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে, জমি আন্দোলনকারীদের বাইক মিছিলে হামলা করে একদল দুষ্কৃতী। আন্দোলনকারীদের মারধর করার পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাইক। মিছিলে বোমাবাজি করা ও গুলি চালানোর অভিযোগও উঠেছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর পালটা অভিযোগ, সিপিএম-মাওবাদী-কংগ্রেস মিলে তৃণমূলের ওপর হামলা চালিয়েছিল, সেইসময় সাধারণ মানুষ রুখে দাঁড়ায়। ঘটনায় তিন তৃণমূল কর্মী আহত হয়েছে বলেও দাবি আরাবুলের। ঘটনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিরোধীদের গলা চেপে ধরার চেষ্টা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘওষ বলেন, সকলের সঙ্গে আলোচনা করেই সমস্যা মেটানো দরকার।
ছবিটি প্রতীকি
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zGPL9I
December 28, 2017 at 03:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন