‘যত মরাই হই না কেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের পদ্মা নদী’


সুরমা টাইমস ডেস্কঃঃশিক্ষকদের দুর্নীতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তালিকা করে দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ল্যাপটপ ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নানা ধরনের লোক আছেন যারা, ফাঁকি দিয়ে কম কাজ করে কম পে করে, বেশি লাভ করতে চান। এটা একটা বড় সমস্যা। কেউ যদি দুর্নীতি করে, এটা অজানা থাকবে না।

তিনি আরো বলেন, আমি একটা কথা প্রায়ই বলে থাকি আমাদের সিলেটের একটা প্রচলিত কথা আছে, ‘যত মরা ভাইসা যায়, পদ্মা নদী ছুয়ে যায়। আমি যত মরাই হই না কেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের পদ্মা নদী। এমন কোনো কথা নাই, ঘটনা নাই যে আমি জানি না।
সূত্র: সময় টিভি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2kS63I6

December 25, 2017 at 12:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top