বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন : ড. একে আবদুল মোমেন ,

সিলেট :: বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউয়িনের ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ধুপাগুল এলাকায় অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড সদস্য মো. নাজিম উদ্দিন ইমরানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আবদুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘যার যা কিছু আছে’ তা নিয়ে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পরে ২৫ মার্চ রাত্রে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষনা দেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এই মুক্তিযুদ্ধে ভারত, ভুটান, সাবেক সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতা করেছিল। বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁড়িয়ে পড়িয়েছিল, দেশকে মুক্ত করেছিলো আর শেখ হাসিনার স্পর্শে এ দেশ অর্থনৈতিক মুক্তি পেয়েছে। বিশ্বের বুকে সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। দেশের এ উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সিলেট জেলা গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, ৩নং খাদিমনগর ইউপি চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, ৪নং ওয়ার্ড মেম্বার দিলোয়ার হোসেন দিলু, ৭নং ওয়ার্ড মেম্বার মো. আনসার আলী, ২নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার ফয়জুল হক, ৩নং ওয়ার্ড মেম্বার শাকির আহমদ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য হামিদা বেগম, সিলেট সদর পণ্য পরিবহণ মালিক সমবায় সমিতির সভাপতি মুহিবুর রহমান সোলেমান।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা ফাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইন্তাজ আলী, ইদ্রিছ আলী, জালাল উদ্দিন, শ্রমিক লীগ নেতা ফখরুল আলম, আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা এমরান আলী তালুকদার, কফিল মিয়া, আব্দুস সালাম প্রমুখ।

সংবর্ধনা শেষে বাল্য বিবাহ রোধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z366VS

December 20, 2017 at 01:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top