নিউজ ডেস্ক:: বাংলাদেশের রেলওয়ে খাতকে আরো একধাপ এগিয়ে নিতে ১৫০টি বগি ও ২০টি ইঞ্জিন কিনছে সরকার। এজন্য ব্যয় হবে ১৮শ কোটি টাকা। দক্ষিণ কোরিয়া থেকে এগুলো কেনা হবে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভায় এটিসহ ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর মধ্যে প্রকল্প সাহায্য ৩ হাজার ৮৩৯ কোটি টাকা এবং বাকিটা সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফ করেন।
তিনি বলেন, আজকের সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ১১ হাজার ৮৭০ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৩০০ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া প্রকল্প সাহায্য থেকে আসবে ৩ হাজার ৮৩৯ কোটি ৪২ লাখ টাকা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Ca8zRm
December 26, 2017 at 11:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন