বিশ্বনাথে আঙ্গুরা খাল খননের কাজ শুরু করলেন থানার ওসি

011-1মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি  :: বিশ্বনাথে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ২৩ লাখ টাকা ব্যয়ে আঙ্গুরা খাল ও সুড়ির খাল খনন কাজ শুরু হয়েছে। দুই কিলোমিটার খাল খননে খুশি এলাকাবাসী ও কৃষকেরা। খাল খননের পূর্বে আঙ্গুরা খাল সমবায় সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঙ্গুরা খাল সমবায় সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নানু মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফয়জুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বিশ্বনাথ পুরানবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক একেএম দুলাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জহুর আলী, আব্দুল মোমিন মামুন, শামীম আহমদ, নূর মিয়া মেম্বার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই সফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, স্থানীয় মুরব্বী মুক্তিযোদ্ধা হারিছ আলী, সমাজসেবক ফুলকাছ আলী, তজম্মুল আলী, আলকাছ আলী, তবারক আলী, আব্দুস সোবহান, নূরউদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক সিতাব আলী, যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান, সালেহ আহমদ তোতা, তাজউদ্দিন বাবুল, সমাজকর্মী রুবেল আহমদ, যুবদল নেতা আব্দুন নূর, ব্যবসায়ী তেরাব আলী, আব্দুল মতিন, রহিমউদ্দিন, ফিরোজ মিয়া, দিলবর মিয়া, হেলালউদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক খলিলুর রহমান, আবুল আসাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেছেন, নদী খনন করা খুবই জরুরী ফলে সরকার দেশের বিভিন্ন স্থানে নদী খনন শুরু হয়েছে। নদী খনন কাজে সরকারকে স্থানীয় লোকজন সহযোগিতা করতে হবে। নদী খনন না করলে আগামীতে আমাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। নদী বাঁচলে দেশ বাঁচবে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2zbPOx3

December 14, 2017 at 06:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top