সুরমা টাইমস ডেস্ক:: মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫শে আগস্ট থেকে গণহত্যা শুরু হওয়ার পর প্রথম মাসেই অন্তত ছয় হাজার ৭০০ রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার (এমএসএফ)।
সংস্থাটি জানিয়েছে, কম করে হলেও অন্তত ছয় হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৭৩০ জনই পাঁচ বছরেরও কম বয়সী শিশু।
এমএসএফের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, গত ২৫শে আগস্ট ভোরে রাখাইনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘর্ষ হয়।
এর পর মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলো লক্ষ্য করে অভিযান শুরু হয়। এ অভিযানকালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, নির্যাতন ও ধর্ষণ করা হয়। ভয়াবহ এ সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত আট লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যাকে পাঠ্যপুস্তকে লিখে রাখার জাতিগত নিধনের আদর্শরূপ বলে আখ্যা দিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ করেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zcXS0G
December 14, 2017 at 11:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন