ঢাকা, ৩০ ডিসেম্বর- জান্নাতুল নাঈম এভ্রিল এ প্রথম শুরু হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশর মুকুট আসে তার দখলে। পরে বাল্যবিবাহের কারণে সেই মুকুট হারাতে হয় তাকে। এরপর কাজ করেন নতুন একটি মিউজিক ভিডিওতে। এতে দর্শকরাও গ্রহণ করে নেয় বাইক রেসার খ্যাত এভ্রিলকে। তারই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে ছোট পর্দার খন্ড নাটকে। টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুর নূর সজলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নতুন একটি নাটকে। নাটকটির নাম এমনওতো প্রেম হয়। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুনায়েদ। নাটকটির বিশেষত্ব হল এর মাধ্যমেই টিভি নাটকে পা রাখলেন মিস বাংলাদেশ ২০১৭-তে অংশ নেয়া আলোচিত ও বিতর্কিত নাম জান্নাতুল নাঈম এভ্রিল। এনটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে নাটকটি। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, এ নাটকের গল্পে নতুনত্ব আছে। এভ্রিলের এটি প্রথম নাটক ছিল। তারপরও অনেক আগ্রহ নিয়ে সে কাজটি করেছে। অভিনয় শেখার আগ্রহ তার মধ্যে আছে। শুটিং করার আগে রিহার্সেলও করেছে। সবমিলিয়ে নাটকটি ভালো হয়েছে। দর্শকরা আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস। প্রথম নাটকে অভিনয় এবং সহশিল্পী হিসেবে সজলের সঙ্গেই প্রথম সুযোগ পাওয়া প্রসঙ্গে এভ্রিল বলেন, সজল ভাই আমার অনেক প্রিয় একজন অভিনেতা। যখন থেকে অভিনয় বুঝি তখন থেকেই তাকে আমার ভীষণ ভালো লাগে। সেই প্রিয় মানুষটির সঙ্গে প্রথম অভিনয় করলাম। এই ভালোলাগার কথা প্রকাশ করতে পারব না। তিনি অনেক ভালো মানুষ ও অনেক মিশুক। প্রথম কাজেই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। খুব সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে কাজ করে আমি রীতিমতো মুগ্ধ। আরও পড়ুন:এভ্রিলের নায়ক সজল শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে দীর্ঘদিন সজলকে কোনো ধারাবাহিক নাটকে দেখা যাচ্ছে না। ধারাবাহিকে আগামীতে অভিনয়ও করবেন কিনা এর নিশ্চয়তাও দেননি তিনি। তবে এদিকে বদিউল আলম খোকনের নির্দেশনায় হারজিৎ ছবির শুটিং শেষ করেছেন সজল। এ ছবিতে তার নায়িকা হিসেবে রয়েছেন মাহিয়া মাহি। অন্যদিকে নতুন বছরে এভ্রিল সাজ্জাদ হোসেন দোদুলের নির্দেশনায় ভালোবাসা দিবসের বিশেষ একটি টেলিফিল্মে অভিনয় করবেন বলে জানিয়েছেন। সূত্র:গোনিউজ২৪ এমএ/০২:৫০/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Cnp5h3
December 30, 2017 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top