খুলনা, ১৯ ডিসেম্বর- জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ও সাবেক অধিনায়ক সালমা খাতুন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারত সফর শেষে গত রবিবার দেশে ফেরেন সালমা। মঙ্গলবার খুলনায় ফিরেই পেটে ব্যথা অনুভব করলে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলু সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখতে যান। তিনি জানান, সকাল থেকেই পেটে ব্যথা করতে থাকে তার। পেটে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: ইংল্যান্ডের লজ্জার রেকর্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, সালমা গতকাল ভারত থেকে দেশের ফেরার পথেই কিডনিতে ব্যথা অনুভব করেন। হাসপাতালের ভর্তির পর তাকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হয়েছে। তার কিডনিতে ইনফেকশন হতে পারে ধারণা করা হচ্ছে। কয়েকটি টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পেলে নির্দিষ্ট করে বলতে পারব। তবে ভয়ের কিছুই নেই, বলেন মিজানুর রহমান। তথ্যসূত্র: ঢাকাটাইমস এআর/২২:৩০/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D9KV7Q
December 20, 2017 at 04:31AM
20 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top