সুরমা টাইমস ডেস্ক ঃঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বকসীবাজারস্থ বিশেষ আদালতে হাজিরা শেষে ফেরার সময় হাইকোর্ট এলাকায় পুলিশের অতর্কিত হামলায় আহত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ নেতৃবৃন্দ ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর।
মিছিলটি আজ বুধবার (৬ ডিসেম্বর) নাইওরপুল পয়েন্ট হতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজার পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিপক রায় এবং মহানগর বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশিদ ঝলক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, শাহিদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আমিনুল হক বেলাল, আলতাফ হোসেন বেলাল, নাজিম উদ্দিন, মিজানুর রহমান ডিপজল, আব্দুল হান্নান, আবুল কালাম, হেলাল আহমদ চৌধুরী, ইজ্জাদ আহমদ, সিদ্দিক আলী, আব্দুল মতিন, দেওয়ান নিজাম খান, আবু মূসা, মনোয়ার হোসেন খলিল, শামীম আহমদ লোকমান, দুলাল আহমদ, মাসুদ গাজী, লাহিন চৌধুরী, বেলাল আহমদ, আউয়াল আহমদ, ইউনুছ মিয়া, সালমান আহমদ নান্টু, আব্দুর রহমান, আবদাল আহমদ, মুমিনুর রহমান জনি, মুসা ইসলাম এজাজ, বদরুল ইসলাম, আলী হোসেন, আব্দুস সাত্তার, রাসেল আহমদ, তাজুল আহমদ, আজমল হোসেন, মুহিব আহমদ, সাইদ আহমদ, কবির আহমদ, জুবেল আহমদ, জয়নাল আহমদ, আব্দুস সাত্তার, লিটন খান, শেখ ওয়াহিদ আহমদ, মঈনুদ্দিন আহমদ, সুরুক আহমদ, কামরুল ইসলাম, কুদ্দুস আহমদ, ইমরান আহমদ, জামাল উদ্দিন, শিপন আহমদ, আনোয়ার হোসেন, শাহিনুর, বাপ্পি, জামাল আহমদ, অঝয় বর্মন, সেলিম আহমদ, সালাহ উদ্দিন, সুমন আহমদ, তোফায়েল আহমদ, আজিজ আহমদ, রাবেল আহমদ, বিল্লাল আহমদ, শাহিদুর রহমান, সাকেল আহমদ, কামিল আহমদ, কবির আহমদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হত্যা-গুম নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে অতীতের কোন স্বৈরাচার সরকার মতায় ঠিকতে পারেনি। অবৈধ বর্তমান সরকারও ঠিকতে পারবে না। সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথ দখল করে অবৈধ সরকারের পতনের প্রতিজ্ঞা করে নেতৃবৃন্দরা আরো বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বেই এদেশে আগামী দিনের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AuSNSy
December 06, 2017 at 03:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন