নয়াদিল্লি, ১৪ ডিসেম্বরঃ ২২ বছরের সোনার খরা কাটিয়ে সম্প্রতি ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতের মীরাবাই চানু। কিন্তু তাতেই চোখ টাটিয়ে যায় অন্য দেশগুলির। একমাসে ৪ বার ডোপ টেস্ট দিতে হল সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন ভারোত্তোলককে। প্রশ্ন উঠছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি কেন ৪ বার ডোপ টেস্ট করালেন মীরাবাইকে। মীরাবাইয়ের ক্ষেত্রে নাডার ভূমিকাতে খোদ ভারতীয় ক্রীড়ীমহলেই সমালোচনা শুরু হয়ে গেছে। গত ৩ বছরে নাডা ও আন্তর্জাতিক ফেজারেশন চানুর অন্তত ৩০ বার ডোপ চেষ্ট করেছে। কিন্তু একবারও সে ব্যার্থ হয়নি। তবে কেনও চানুকে নিয়ে এতো সন্দেহ প্রশ্ন জাগছে সমস্ত মহলে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Cff3hE
December 14, 2017 at 04:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন