রিয়াদ, ২৫ ডিসেম্বর- সৌদি আরবের আল খোবারে ২ জন প্রবাসী বাংলাদেশির আত্মহত্যার খবর পাওয়া গেছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা খ্যাত ছোবেকা ও জেদ্দার বালাদ শহরে গলায় ফাঁস লাগিয়ে তারা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ ডিসেম্বর) জেদ্দার বালাদ শহরে প্রবাসী ব্যবসায়ী মো: হেলাল উদ্দীন (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। নিহত মো: হেলাল উদ্দীন ১০ বছর আগে সৌদি আরব যান। মো: হেলাল উদ্দীনের গ্রামের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়ার লোহাগড়ার হাতিয়ারপুলের কেরানি পাড়ায়। আরও পড়ুন: সৌদিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত স্থানীয় সময় শনিবার (২৩ ডিসেম্বর) একটি পরিত্যক্ত বাড়ির ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ইকবাল হোসেন (৪৩) আত্মহত্যা করেন। নিহত ইকবাল হোসেন মাত্র ৮ মাস আগে সৌদি আরব যান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাংনগুনিয়া। নিহতের পরিবারে তাদের মৃত্যু বরণ করায় চলছে শোকের মাতন। তারা পরিবার কে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পাড়ি জমান সুদূর সৌদি আরব। সূত্র: বিডি২৪লাইভ এফ/১৫:১৪/২৫ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zsG3Yd
December 25, 2017 at 10:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top