ঢাকা, ২৫ ডিসেম্বর- বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশের টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়া। পাত্রীর নাম গ্রেস ভায়োলেট ডিকস্তা। আগামীকাল গায়ে হলুদ অনুষ্ঠান এবং পর দিন তেজগাঁওর গির্জায় খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রতিবেদককে এই তথ্য জানিয়েছেন কল্যাণ। তিনি বলেন, প্রায় তিন বছর ধরেই গ্রেসের সঙ্গে পরিচয়। দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকবেন। কল্যাণের হবু স্ত্রী গ্রেস হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে পারি জমান উচ্চতর ডিগ্রির জন্য। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। আরও পড়ুন: সালমানের সঙ্গে লড়াইয়ে রাজি ঐশ্বরিয়া কল্যাণ বলেন, যুক্তরাষ্ট্রে শুটিংয়ের কাজে গিয়ে গ্রেসের সঙ্গে পরিচয়। তবে গ্রেসের পরিবারের সঙ্গে আমাদের আগে থেকেই যোগাযোগ ছিল। গ্রেসের বাবা আমার বাবার বন্ধু। কিন্তু গ্রেসের সঙ্গে আমার সেভাবে পরিচয় হয়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে পরিচয় হয়। এরপর বন্ধুত্ব। এখন পারিবারিকভাবে আমাদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন জীবন শুরু করছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আগামী ২৭ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় বিজয় সরণির একটি রেস্টুরেন্টে রিসেপশন হবে। এরপর আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে সবাইকে নিযে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান কল্যাণ। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ByG8vu
December 25, 2017 at 11:28PM
25 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top