এবছরের শুরুতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তোলপাড় শুরু হয় ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে তাদের মধ্যে একজন পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ। তার বিরুদ্ধে এখনও প্রধান অভিযোগ দাখিল করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট। তবে এই তদন্তে অসহযোগিতার অভিযোগে পিসিবি তাকে একবছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। ইতোমধ্যে দুজন পাকিস্তানি পিএসএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন। জাতীয় দলের ক্রিকেটার শারজিল খানকে প্রথম এই টুর্নামেন্টে ম্যাচ পাতানোর দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। জাতীয় দলের আরেক খেলোয়াড় খালিদ লতিফকে সেপ্টেম্বর মাসে ৫ বছর নিষিদ্ধ ও ১০ লাখ রূপি জরিমানা করা হয়। পিসিবির তথ্যমতে, জামশেদ পিএসএলে ম্যাচ পাতানোয় বড় ভূমিকা পালন করেছেন। কিন্তু এই তদন্তে সহযোগিতা না করে তিনি বোর্ডটির দুর্নীতিবিরোধী আইন ভেঙেছেন। তাই প্রধান অভিযোগ গঠন করার আগেই তাকে নিষিদ্ধ করা হয়েছে। জামশেদের বিপক্ষে ছয়টি অভিযোগ আছে। যার মধ্যে রয়েছে মোহাম্মদ ইরফান, শাহজিব খান ও শারজিলকে ম্যাচ পাতানোতে মদদ দেয়া বা মদদ দেয়ার চেষ্টা করা। প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন জামশেদ। তথ্যসূত্র: পরিবর্তন এআর/১৭:১৫/১১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nPVGZh
December 11, 2017 at 11:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন