জৈন্তাপুরে ভারতীয় নাসির বিড়িসহ ০১জন আটক

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় নাসির বিড়িসহ ১ জন আটক করেছে বিজিবি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (০৮ই ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর (রাজবাড়ি) ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাকারবারী দলের সদস্য নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের নজরুল ইসলাম নজাই এর ছেলে মো. মাসুক মিয়াকে (২৩) আটক করে। এসময় তার কাছ থেকে ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি ও বিড়ি বহন কাজে ব্যবহৃত ৫ লক্ষ মূল্যের অনটেস্ট সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়।

এ বিষয়ে জানতে জৈন্তাপুর (রাজবাড়ী) ক্যাম্প কমান্ডারের সাথে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে বলেন- আমরা ৮৪ হাজার টাকার ভারতীয় নাসির বিড়ি এবং ৫ লক্ষ টাকা মূল্যের অনটেস্ট সিএনজিটালিত অটোরিকশাসহ ১ জনকে আটক করি। তার বিরুদ্ধে চোরাকারবার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানায় মামলা (নং-০৮, তারিখ: ০৯.১২.১৭) দায়ের করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AQTx4J

December 09, 2017 at 09:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top