বিশ্বনাথে অলংকারি ইউপি বিএনপি নেতাদের ভূলবুঝাবুঝির অবসান

index-1বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন বিএনপি নেতাদের ভূল-বুঝাবুঝির অবসান হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় দলের শীর্ষস্থানীয় নেতাদের মাধ্যমে এ ভূল-বুঝাবুঝির অবসান হয়। সোমবার রাতে উপজেলা বিএনপির সভাপতি বরাবরে দাখিল করা পদত্যাগপত্র মঙ্গলবার রাতে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তুলে নিলেন অলংকারি ইউপির বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী।
এব্যাপারে অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার বলেন, দলীয় নেতাদের মধ্যে কিছুটা ভূল-বুঝাবুঝি হয়েছিল। দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তা অবসান হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, তারা কোনো পদত্যাগ পত্র জমা দেননি। কিন্তু অলংকারি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীর মধ্যে ভূল-বুঝাবুঝি হয়েছিল। তবে দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে তার অবসান হয়েছে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2koHPFl

December 19, 2017 at 09:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top