আগামী কয়েক বছরে ৯০০ এর বেশি বিমান কিনবে ভারত

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বরঃ আগামী কয়েক বছরে মোট ৯০০টি বিমান কিনতে চলেছে ভারত। বিভিন্ন এয়ারলাইন সংস্থা এই বিমানগুলি ব্যবহার করবে। এর মধ্যে কেবলমাত্র ‘ইন্ডিগো’ একাই ৪৪৮টি বিমান নেবে। আগামিদিনে আঞ্চলিক রুটে আরও বিমান পরিষেবা বাড়াতে ক্রমশ বিস্তারলাভ করছে ভারতের বিমান সংস্থাগুলি। আর সেইজন্যই এত পরিমাণ বিমান আসছে দেশে।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, নিজেদের সংস্থার আকার বড় করবে ইন্ডিগো, স্পাইসজেট, গো এয়ার কিংবা এয়ার এশিয়ার মত সংস্থা। সব মিলিয়ে ৯০০-এরও বেশি বিমান কেনা হবে। বর্তমানে ইন্ডিগোর কাছ রয়েছে ১৫০ টি বিমান। আরও ৪৪৮টি বিমান কিনবে এই সংস্থা। আগামী ৭-৮ বছরে এই পরিমাণ বিমান কিনবে তারা।

গো এয়ারে যুক্ত হবে ১১৯টি বিমান। বর্তমানে তাদের হাতে রয়েছে মাত্র ৩৪টি বিমান। আগামী ৫ বছরে এয়ার এশিয়া কিনবে ৬০টি বিমান। জেট এয়ারওয়েজের কাছে আছে ১০৭টি বিমান। এছাড়া এয়ার ইন্ডিয়ায় যুক্ত হবে ৩ টি বিমনা। এই জাতীয় বিমান সংস্থার কাছে ১৫৫টি বিমান আছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pwpyuJ

December 26, 2017 at 01:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top