শিবগঞ্জে কাটা গাছের গুড়ি চাপায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট- চৌডালা সড়কের পুসকুনি এলাকায় কাটা গাছের গুড়ি চাপায় ফিরোজ আলী (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি হল- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ফিরোজ আলীসহ কয়েকজন মিলে পুসকুনি বাজার এলাকার একটি বট গাছ কাটার পর গাছটির গুড়ি রশি দিয়ে ট্রলিতে উঠানোর সময় রশিটি ছিঁড়ে গেলে ফিরোজের মাথায় পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ফিরোজ আলী গাছ ও কাঠের ব্যবসা করে আসছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৮-১২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2BHz035

December 18, 2017 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top