নিজস্ব প্রতিনিধি:: সিলেটের কানাইঘাটে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দিনটি কানাইঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টানের যাত্রা শুরু হয়। জাতীয় সংগীত শেষে কবুতর ও বেলনু উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে দুর্নীতি বিরোধী র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা প্রশাসনের উদ্যেগে হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রশাসনের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ জন উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাষ্টার মহি উদ্দিন, প্রতিরোধ কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কমিটির সহ সভাপতি মাষ্টার ইয়াহিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট থানার এসআই পান্না লাল দে, প্রতিরোধ কমিটির সদস্য নারী নেত্রী রুবি রানী চন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, মহিলা কাউন্সিলার আসমা বেগম, নারী নেত্রী খাদিজা বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজেকে দুর্নীতিমুক্ত করতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yaA61u
December 09, 2017 at 10:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন