সুরমা টাইমস ডেস্ক:: হালকা নীলচে রঙের চোখ, যেন সৃষ্টিকর্তার হাতে গড়া এক স্বর্গীয় শিশু। প্রথমবার মেয়েটিকে দেখলে মনে হতে পারে, আপনি বুঝি একটি ছোট্ট পুতুল দেখেছেন। বয়স ৬ এর ঘরে পা দিতে না দিতেই এই ছোট্ট মেয়েটি পেয়ে গেলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে হওয়ার খেতাব। রাশিয়ায় বসবাসকারী আনাসতাসিয়া ইয়াজেভা নামের ছোট্ট মেয়েটির ইন্সটাগ্রাম ফলোয়ার এখন প্রায় পাঁচ লক্ষ তেইশ হাজার জন ছাড়িয়েছে। শিশুদের বিখ্যাত রাশিয়ান ব্র্যান্ড ‘ছবি কিডস’ সহ খ্যাতিমান ব্র্যান্ডগুলোও তাদের ক্যাম্পেইনের জন্য লাইন দিয়ে বসে আছে আনাসতাসিয়ার কাছে।
২০১৫ সালে যখন আনাসতাসিয়ার বয়স চার তখন তার মা, মেয়ের সুন্দর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আর তাতেই কন্যার আপলোড করা প্রতিটি ছবিতে বয়ে যেতে থাকে অজস্র প্রশংসনীয় মন্তব্যের স্রোত। তবে এখন পর্যন্ত কন্যার ঐ ইন্সটাগ্রামের অ্যাকাউন্টটি পরিচালনা করছেন আনাসতাসিয়ার মা আন্না।- প্রিয়.কম
মা আন্নার সঙ্গে আনাসতাসিয়া। ছবি সংগৃহীত।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nAToNu
December 08, 2017 at 12:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.