শিলিগুড়ি কলেজে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ

শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ কলেজে ভরতির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করল পড়ুয়ারা। বুধবার সকালে থেকে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষের ঘরের সামনে ধরনায় বসে কয়েকশো পড়ুয়া। অভিযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে চলতি মাসের ১১, ১২, ১৩ ও ১৪ তারিখ পুনরায় ভরতির কথা জানানো হয়েছিল। কিন্তু শিলিগুড়ি কলেজ এখনও ভরতির কোনো ব্যবস্থা করেনি। ফলে অনিশ্চয়তায় ভুগছে কয়েকশো পড়ুয়া। এই অবস্থায় কলেজে অধ্যক্ষও নেই বলে অভিযোগ ওঠে। তাই এদিন অবস্থান বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকেও আন্দোলনে নামা হয়েছে। আন্দোলনের জেরে কলেজের অফিসের সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে এবিষয়ে কলেজের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ARIztC

December 13, 2017 at 03:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top