মানামা, ১৮ ডিসেম্বর- মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন মাতাবেন জনপ্রিয় কোমল পানীয় পাওয়া ভয়েজ খ্যাত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় দেশটির মানামা শহরের ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে বসতে যাচ্ছে বাংলাদেশি তারকাদের মিলনমেলা। জমকালো পরিসরে আয়োজিত ওই কনসার্টে গাইবেন এই গায়িকা। যার জন্য আনিকার উচ্ছ্বাসের কমতি নেই। তিনি বললেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য গাইতে যাচ্ছি। আশা করছি কনসার্টটি জমে উঠবে। গত ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি কনসার্টে অংশ নিয়েছিলাম। প্রথমবারের অভিজ্ঞতা ছিল বেশ মধুর। এবারও চমৎকার একটি পরিবেশনা উপহার দেয়ার চেষ্টা করবো। বাহরাইনে ওই কনসার্টটির নাম দেয়া হয়েছে বাংলাদেশ নাইট ইন বাহরাইন। আয়োজন করেছে এটিএন ইভেন্টস। জানা গেছে, এই কনসার্টে আনিকা ছাড়াও গাইবেন প্রতীক হাসান, এফএ সুমন, ঐশী। বিভিন্ন সিনেমার গানে পারফর্ম করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। আরও থাকবে নানা চমক। আনিকা বর্তমানে ব্যস্ত স্টেজ শো নিয়ে। পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। হৃদয় খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে নোলক ছবিতে গেয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনসার্ট করছেন। সম্প্রতি আনিকা গাইলেন সেন্ট ক্লাসিক স্কুলের রি-ইউনিয়নে। এছাড়া ২৩ ডিসেম্বর হৃদয় খানের সঙ্গে গাইবেন জয়পুরহাটে, ২৯ ডিসেম্বর গাইবেন কক্সবাজার, থার্টি ফাস্ট নাইট সেলিব্রেশনে ৩১ ডিসেম্বর গাইবেন চট্টগ্রাম রেডিসন ব্ল হোটেলে। সেখানে আনিকার সঙ্গে থাকবেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। সূত্র: জাগো নিউজ এফ/১৭:১০/১৮ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BBgFVD
December 18, 2017 at 11:54PM
18 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top