বানিয়াচংয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের, ০৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: এড.আব্দুল মজিদ খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী সমর্থকদের বিজয় উল্লাসে পটকা ফুটানোকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ই ডিসেম্বর) বানিয়াচং থানার এসআই সাইফুল ইসলাম মোল্লা বাদি হয়ে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০/৫০০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

সংঘর্ষের ঘটনার পরপরই ৩ জনকে আটক বানিয়াচং থানা পুলিশ। আটককৃতরা হলেন, দক্ষিণ যাত্রাপাশার মহল্লার ইউনুছ উল্লার পুত্র আবুল হোসেন, মৃত আইয়ুব উল্লাহর পুত্র মইন উদ্দিন ও জাতুকর্ণ পাড়ার কুতুব উল্লাহর পুত্র টেনু মিয়া। পুলিশ গতকালই তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেছেন।

মামলার আইও এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন, অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। সংঘর্ষের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

এদিকে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান জানান, বাজারের মধ্যে সৃষ্ট ঘটনায় কারা কারা জড়িত তা খোঁজে বের করতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার (৪ঠা ডিসেম্বর) ফুটবল খেলায় বিজয়ী দলের সমর্থকদের পটকা ফুটানো নিয়ে যাত্রাপাশা ও জাতুকর্ণ পাড়ার লোকদের মধ্যে গ্যানিংগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jkFyKO

December 06, 2017 at 07:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top